শেরপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ইমাম নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ শেরপুরে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মসজিদের ইমাম ক্বারী এরশাদ আলী (৬৫) নামে এক ইমাম নিহত হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনা পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে হাওড়া আমতলা জামে মসজিদের ইমাম ক্বারী মোহাম্মদ এরশাদ আলী কানাশাখোলা যাওয়ার জন্য রাস্তার পাশে অটোরিকশা জন্য দাঁড়িয়েছিল। এমন সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ক্বারি এরশাদ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইমামের তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। সেই সাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Related posts:বিজিবি'র রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ ফায়ারার বিথী ও অ্যাথলেটে শিরোপাজয়ী নাইম শেরপুরে সংবর্ধিতঅনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকের গলা চেপে ধরলেন হাসপাতালের তত্ত্বাবধায়কশেরপুরে জেলা প্রশাসনের ৩ কর্মচারীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল Post Views: ৯৪ SHARES শেরপুর বিষয়: