ঝিনাইগাতীতে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : ১ জুন মঙ্গলবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের আওতায় বিআরডিবি হল রুমে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম, যুব ফোরাম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবরা যুক্ত হবে এবং সমাজে সহিংসতা ও অসহিষ্ণুতা প্রতিরোধে কাজ করবে। অন্তর্ভুক্ত যুবরা ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর আস্থা সৃষ্টিতে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম এর নেতৃত্বে যোগাযোগ ও মতবিনিময় করবে। ঝিনাইগাতী উপজেলা যুব ফোরাম এর আহ্বায়ক মো: সোহেল রানা এর সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় সভাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুব ইলাহী। সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্ম শেরপুর এর সদস্য প্রফেসর (অব:) আবুল হাশেম, রবেতা ম্রং, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ দুদু, আস্থা প্রজেক্টের মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি, ফিল্ড অফিসার সাইকা উম্মাসী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব সদস্যবৃন্দ। Related posts:ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জনের মনোনয়নপত্র দাখিলশেরপুরে সামাজিক আন্দোলন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিতশেরপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা Post Views: ১১৭ SHARES শেরপুর বিষয়: