ঝিনাইগাতীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ হারুন অর রশিদ দুদু : গত ২ দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ১ জুলাই সোমবার সকাল পর্যন্ত টানা বর্ষণ ও মহারশী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়ন ও ধানশাইল ইউনিয়নের কয়েকটি গ্রাম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্লাবিত এলাকার বেশ কিছু জমিতে পলি জমে ক্ষতি হয়েছে। ঢলের পানিতে আউশ ও রোপা আমনের বীজতলা কিছু ক্ষতি হয়েছে। প্লাবিত এলাকাগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গত ১৯ জুন পাহাড়ি ঢলে মহারশী নদীর দিঘীরপাড় এলাকার বাঁধ ভেঙে যায়। ওই ভেঙে যাওয়া বাঁধ দিয়ে ঢলের পানি দ্রুত নিম্নাঞ্চল প্লাবিত হয়। Related posts:জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে শেরপুরে র্যালি ও আলোচনা সভানকলায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিতশেরপুরে ভাংগারী ব্যবসায়ী সমিতির মৃত সদস্যের পরিবারে আর্থিক অনুদান প্রদান Post Views: ১০০ SHARES শেরপুর বিষয়: