ঝিনাইগাতীতে ৭৫০ মিটার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী ধ্বংস

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭৫০ মিটার কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।
৭ জুলাই রবিবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী বাজারের কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি দোকান থেকে ৪০টি কারেন্ট জাল ও ১টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। সেইসাথে অবৈধ জাল রাখার দায়ে ৩ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জাল উপজেলা ভূমি অফিসের সামনে জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।