টহল গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৫ ভারতীয় সৈন্য নিহত

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪

ভারতের জম্মু ও কাশ্মীরে সামরিক বাহিনীর টহলে থাকা একটি গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা ঘটেছে। কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় সোমবার বিকালের এ হামলায় পাঁচ সৈন্য নিহত ও ছয়জন আহত হয়েছে। খবর- এনডিটিভি
সেনাবাহিনীর ওই ট্রাকটিতে ১০ জন সৈন্য ছিল। হামলার পর বিচ্ছিন্নতাবাদীরা পাশের একটি বনে চলে যায়। এরপর সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় তাদের পিছু নেয়। আহতদের কাছাকাছি একটি সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া শহর থেকে দেড়শ কিলোমিটার দূরে লোহাই মালহারের বাদনোতা গ্রামের কাছে সড়কে টহল দিচ্ছিল সেনাবাহিনীর গাড়ি বহর। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা ও গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। সেখানে তিনজন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কাশ্মীর টাইগার নামে একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। গত কয়েক মাস ধরে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে জম্মু ও কাশ্মীরে। গত দুই দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর এটি তৃতীয় হামলা। রোববার রাজৌরি জেলায় সেনাবাহিনীর একটি শিবিরে হামলায় এক সৈন্য আহত হয়। তার আগের দিন শনিবার কুলগ্রাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সৈন্য নিহত হয়।