ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
oppo_2

‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটুয়েন্টিফোর টেলিভিশনসহ সাতটি গণমাধ্যমে হামলা-ভাংচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের আয়োজনে শহরের চাররাস্তা মোড়ে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মোহনা টিভি ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, মাই টিভি জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্রাহ রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি মাসুদুর রহমান, দৈনিক সময়ের ধারার জেলা প্রতিনিধি আবু তাহের, বকশীগঞ্জ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি একেএম নুর আলম নয়ন প্রমুখ। এসময় বক্তারা দৈনিক কালের কন্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রত শাস্তির আওতায় আনার দাবি জানান ।
এছাড়াও মানববন্ধনে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি প্রদীপ্ত কুমার সোম দীপন, দৈনিক বাংলাদেশ আলোর বকশীগঞ্জ প্রতিনিধি রায়হান, দৈনিক আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি ইমরান আকন্দ, দৈনিক চৌকস উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, জয় টিভি প্রতিনিধি রাকিবুল হাসান খোকন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শফিউল্লাহ শফিক, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হাসান ফরহাদ, উপজেলা সুজন – সুশাসনের জন্য নাগরিকের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক ব্রক্ষপুত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিউল আযম তুহিন সহ অনেকে।
মানববন্ধনে জেলা ও উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মী, শুভ সংঘ ও সুজন- সুশাসনের জন্য নাগরিকের সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।