শেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দৈনিক তথ্যধারা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪ হারুন অর রশিদ দুদু : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলায় শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দৈনিক তথ্যধারা পরিবার। ২৮ আগস্ট বুধবার জেলার দৈনিক তথ্যধারা পত্রিকার পরিবারের পক্ষ থেকে শেরপুরে ৮ জন শহীদের পরিবারের প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার টাকা করে অর্থ প্রদান ও কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক তথ্যধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান এটম, সহকারী সম্পাদক মো. আল-আমিন খান, চীফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, দৈনিক তথ্যধারার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, বিশেষ প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, সার্কুলেশন ম্যানেজার হামিদুর রহমান পাপ্পু, মালিক পক্ষের আলহাজ্ব মো. কাইয়ুম খান, নিউজ ২৪ টিভির শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ প্রমুখ। আটজন শহীদের মধ্যে শহীদ মাহবুবের পিতা মিরাজ আলী ও মাতা মাফুজা খাতুনের হাতে ১০ হাজার টাকা, শহীদ সবুজের পিতা আজাহার আলী ও মাতা-সমেজা খাতুনের হাতে ১০ হাজার টাকা, শহীদ সৌরভের পিতা ছোরহাব হোসেন ও মাতা শামছুন্নাহারের হাতে ১০ হাজার টাকা, শহীদ বকুলের স্ত্রী মোছা. মনিকার হাতে ১০ হাজার টাকা, শহীদ আশরাফুলের পিতা আব্দুল আলী ও মাতা আনোয়ারা বেগমের হাতে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বাকি শহীদদের অভিভাবক বাড়িতে না থাকায় তাদের অভিভাবকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে শহরের নিউমার্কেটস্থ দৈনিক তথ্যধারা অফিস থেকে পরবর্তী সময়ে নগদ অর্থ প্রদান করা হবে বলে তাদের জানিয়ে দেওয়া হয়। ওই তিন শহীদ হচ্ছেন শ্রীবরদী উপজেলার চাউলিয়া গ্রামের শহীদ আশাদুল্লাহ, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের শহীদ শাহাদাৎ ও শ্রীবরদী উপজেলার গবরীকুড়া এলাকার শহীদ শাহিনুর। দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলম খান এটম শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘দৈনিক তথ্যধারা পরিবার শহীদ পরিবারদের পাশে সব সময় থাকবে এবং তাদের যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’ Related posts:সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে হবে : মতিয়া চৌধুরীশেরপুরে আরও ৩ জন করোনায় আক্রান্তঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ Post Views: ২১১ SHARES শেরপুর বিষয়: