শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিল জামায়াত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের ৯টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের ৯ শহীদ পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. সামিউল হক ফারুকী। শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদসহ শহীদ পরিবারের স্বজনরা। ওইসময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য, আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুল রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবর রহমান মিস্টারসহ জেলা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমশেরপুরে মরহুম সেলিম রেজা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল অনুষ্ঠিতজন্মদিনে বিশিষ্ট শিল্পপতি গুলজার জিহানের ব্যতিক্রমী উদ্যোগ Post Views: ৯৫ SHARES শেরপুর বিষয়: