বাবরি মসজিদ রায়: নতুন মসজিদ নির্মাণে বিকল্প জমি বরাদ্দের নির্দেশ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

অনলাইন ডেস্ক : মুসলমানদের জন্য নতুন মসজিদ নির্মাণে বিকল্প জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে শনিবার এই রায় দেন।রায়ে অযোধ্যার বিতর্কিত ওই জায়গা রাম মন্দিরের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমি কোর্ট।

একটি ট্রাস্টি বোর্ড গঠন করে আগামী ৩ মাসের মধ্যে ওই জমি হস্তান্তর করে রাম মন্দির নির্মাণে যথাযথ ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে, অযোধ্যাতেই মুসলমানদের জন্য ৫ একরের আলাদা জমিতে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস।