শেরপুর সরকারি মহিলা কলেজের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪ শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতে শেরপুর সরকারি মহিলা কলেজের নির্ধারিত স্থানেই একাডেমি ভ্রমণ নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এ ভিত্তি প্রস্তর স্থাপনে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া আমিন দিনা। এ সময় কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা নির্ধারিত জমিতে মাটি কেটে ফলক নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়। এরপর মোনাজাত করা হয়। এ সময় অতিথি হিসেবে ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলিফ উল্লাহ আহসান। এছাড়া কলেজের ভাইস প্রিন্সিপাল আ জ ম রেজাউল করিম, অধ্যাপক ড. আব্দুল আলিম তালুকদার, সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমানসহ শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ এর প্রতিনিধি আতিকুল ইসলাম বিজু, সারোয়ার বাহাদুর লাল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। উল্লেখ্য, কলেজ ক্যাম্পাসের পূর্ব নির্ধারিত স্থানে শেরপুর জেলা প্রশাসকের আপত্তির কারণে দীর্ঘদিন ভবন নির্মাণের কাজ ঝুলে ছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল ৮ অক্টোবর জেলা প্রশাসক এবং শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর যৌথ সিদ্ধান্তে পুনরায় ওই স্থানে ভবন নির্মাণের অনাআপত্তি জানানো হয়। Related posts:ঝিনাইগাতীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধননালিতাবাড়ীতে পূজা মন্ডপে অনুদান দেওয়ার নামে ব্যাংক একাউন্ট লুট করলো প্রতারক চক্রশেরপুরে এবার কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সাবেক সাংসদ শ্যামলী Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: