সরকারের কেউ ব্যক্তি এজেন্ডা বাস্তবায়ন করলে ছাড় নয়: জামায়াত আমীর

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

বর্তমান সরকারের কেউ ব্যক্তি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বিগত সরকারের মতো তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ১৪ অক্টোবর রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটে জাতীয় মুফাসসির সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র আন্দোলনে বিজয়ে কাউকে একক ভাবে ক্রেডিট না দেয়ার আহবানও জানান জামায়াত আমির। তিনি বলেন, স্বৈরাচারদের বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ।
জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না: ডা. শফিকুর রহমানজামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না: ডা. শফিকুর রহমান
কাউকে আইন হাতে না তুলে নেওয়ার আহবান জানিয়ে শফিকুর রহমান বলেন,চূড়ান্ত বিজয় অর্জনে নিয়মের বাহিরে যারা মতামত দিচ্ছে, তার দায় তাদেরই নিতে হবে।
জামায়াত জোর করে কারো ওপর ধর্ম চাপিয়ে দেয়ার পক্ষে না বলেও মন্তব্য করেন দলটির আমীর শফিকুর রহমান।