শ্রীবরদীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ মিয়া (২২) নামে একজন মারা গেছেন। এতে মাহমুদুল হাসান জয় (২৬) নামের আরেক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহর থেকে দহেড়পাড় সড়কের শ্বষাণঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল চালক সবুজ মিয়া উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে। আহত মাহমুদুল হাসান জয় (২৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে। আহত জয়কে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সবুজ মিয়া মোটরসাইকেলে দহেরপাড় সড়কে শ্রীবরদী শহরের দিকে আসছিল। অপরদিকে জয় শ্রীবরদী থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিল। এ সময় পৌর শহরের শ্বষাণঘাট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন জয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় এক যুবক মারা গেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:শ্রীবরদীতে ট্রিপল মার্ডার: আহত আরও একজনের মৃত্যুশ্রীবরদীতে মটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত॥ মটরসাইকেল চালকসহ আটক ২ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী Post Views: ১৩০ SHARES শেরপুর বিষয়: