প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ আফ্রিকার দেশ উগান্ডায় একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩৪ জন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় শনিবার বিকালে উত্তর উগান্ডার লামও জেলায় পালাবেক শরণার্থী শিবিরের ওপর এই বজ্রপাতের ঘটনা ঘটে। উগান্ডার পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শনিবার বিকাল ৫টার দিকে প্রার্থনার জন্য সমবেত হওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং ৫টা ৩০ মিনিটে বজ্রপাতের ঘটনা ঘটে। পালাবেক শরণার্থী শিবিরটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার ভূখণ্ডে অবস্থিত। শিবিরটিতে প্রায় ৮০ হাজার রয়েছেন। লামও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, পালাবেক শরণার্থী শিবিরের বেশিরভাগই দক্ষিণ সুদান থেকে এসেছেন। গৃহযুদ্ধের অবসান ঘটলেও সুদানে অস্থিতিশীলতা এখনও অব্যাহত। তাই এসব শরণার্থী স্বদেশে ফিরতে পারছেন না। সূত্র: রয়টার্স, সিএনএন, স্কাই নিউজ Related posts:'হিন্দু, মুসলমান ও পুলিশ মরল, লাভ হলো কার?'করোনাভাইরাসের হানায় চীনের পুঁজিবাজারে ধসপাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে আগুন, নিহত ১৬ Post Views: ৯৯ SHARES আন্তর্জাতিক বিষয়: