শেরপুরে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) রাতে শেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়। মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার খরিয়াকাজির চর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত মেরাজ উদ্দিন মাস্টার ছেলে। জানা গেছে, শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম খাঁন। তিনি বলেন, মনিরুজ্জামানের নামে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যার ঘটনায় ২৭ আগস্ট সৌরভের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ৮৭ জানে নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় ৭৯ নাম্বার আসামি মনিরুজ্জামান। Related posts:৪ মাস পর সচল শেরপুর জেলা কারাগারঝিনাইগাতীতে বজ্রপাতে গরুর মৃত্যুশেরপুরের তরুণ শিল্পপতি জিহানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: