শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত টাস্কফোর্সের অভিযান ও বাজার মনিটরিংসহ যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেনসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন। Related posts:নকলায় বৈদ্যুতিক সেচপাম্পের ঘর থেকে কৃষকের লাশ উদ্ধারমুজিব একটি জাতির রূপকার: সিনেমা দেখলো সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরাঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা Post Views: ১৩৩ SHARES শেরপুর বিষয়: