শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে ‘অপহরণ’, তরুণী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪ শেরপুরে কলেজশিক্ষার্থী সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নিখোঁজের ৭ দিন পরও তাকে পাওয়া যায়নি। সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে সুমন নিখোঁজ হয়। তাকে অপহরণের অভিযোগে সদর থানার পুলিশ গতকাল রবিবার রাতে এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেফতার করেছে। এর আগে, গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন জনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই–তিন জন যুবকের সহায়তায় সুমন মিয়াকে অপহরণ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম সোমবার (১১ নভেম্বর) বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজশিক্ষার্থী সুমন মিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’ সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয় লোকজন ও কয়েকজন সহপাঠী গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেন। পুলিশ সুপার গতকাল রাতে বলেন, ‘পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে। তাকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।’ Related posts:শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুঝিনাইগাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানে জরিমানাআদরজান ফাউন্ডেশনের উদ্যোগে দিঘারপাড়ের দুইশতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ১৪৮ SHARES শেরপুর বিষয়: