নকলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আহত ও শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ৩০ নভেম্বর শনিবার দুপুরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন সজীব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান ও সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাফেজ ইমাম হাসান সাব্বির ও এসএম মাসুম, শহীদ পরিবারের সদস্য ফরিদ হাসান, আহত ইসরাফিল, হাছর উদ্দিন, হাসিবুল হাসান, সোহাগ মিয়া, আহত আক্রাম হোসেনের মাতা অজুফা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বৈষম্য নিরসনে ও মুক্তির নেশায় বুকের তাজা রক্ত দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভরে নিহতদের স্মরণ করছি। পরে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, আহত-নিহত পরিবারের সদস্যগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার আমিনুল ইসলামশেরপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা Post Views: ৮৭ SHARES শেরপুর বিষয়: