শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরাম বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর, সিলেটের জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিম আকরাম ছয় বছর ধরে সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে বাবার সঙ্গে ধান কাটতে যান। ফেরার পথে বড় চাচা আব্দুস সালাম ও চাচাতো ভাই রঞ্জুর সঙ্গে পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। রঞ্জুর দায়ের কোপে ওয়াসিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আহসান উল মতিন সৈকত জানান, ওয়াসিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ঘাড়ে দায়ের কোপের গভীর চিহ্ন পাওয়া গেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। Related posts:ঝিনাইগাতীতে সমাজকল্যাণ সংস্থার কম্বল পেলেন ১৪৫ মুক্তিযোদ্ধানালিতাবাড়ীতে ট্রাক্টর চাপায় ব্র্যাক কর্মী নিহতশেরপুরে পুকুরে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি হালিম Post Views: ১১৩ SHARES শেরপুর বিষয়: