‘নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না শেখ হাসিনা’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না। তার চিন্তা পরবর্তী জেনারেশন। রাজনীতির গন্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়ক। কারণ ভিশন ২১০০ এর স্বাপ্নিক রূপকার তিনি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশেও ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ভূমি দস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনা। সৎ সাহস আছে বঙ্গবন্ধু কন্যার। শুরু করেছেন নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান। আমরা তাকে স্যালুট করছি। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। Related posts:সিপাহী বিপ্লবের নামে জিয়া মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করেছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীদেখতে ভদ্রলোক হলেও মির্জা ফখরুলের অন্তরে বিষ : ওবায়দুল কাদেরসাবেক কৃষিমন্ত্রী, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা গেছেন Post Views: ২২৮ SHARES রাজনীতি বিষয়: