৪৮ ঘণ্টায় সিরিয়ায় ইসরায়েলের ৪৮০ হামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ সিরিয়ায় বিদ্রোহীদের কাছে মাত্র ১২ দিনের ব্যবধানে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তার পতনের পর দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ৪৮০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা। বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত দুদিনে তারা দেশজুড়ে প্রায় ৪৮০ হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুতকেন্দ্রকে নিশানা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। রাতভর এ হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেন তিনি। এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল আসাদের শাসনের পতনকে স্বাগত জানিয়েছিলেন। তিনি এটিকে ‘নতুন এবং নাটকীয় অধ্যায়’ বলে উল্লেখ করেন। নেতানিয়াহু বলেন, সিরিয়ার সরকারের পতন হলো আমাদের হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে আঘাতের প্রত্যক্ষ ফলাফল। অক্ষটি এখনো নিঃশেষ হয়ে যায়নি। তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম- আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করছি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিরিয়ায় বিমানবাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানবিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্ক, হোমস, টারতুস, লাতাকিয়া এবং পালমাইরা, পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে নিশানা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ায় দুটি নৌঅবকাঠামোতে হামলা চালিয়েছে। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উৎক্ষেপণকারী বেশকিছু ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশ ধ্বংস করেছে। Related posts:১২ দিনের আল্টিমেটাম দিয়ে বরিসকে হুঁশিয়ারি ইইউ’রপ্রকাশ্যে এলো আফগান প্রেসিডেন্ট প্যালেসের চরম দ্বন্দ্বপাক-ভারত পরমাণু যুদ্ধে মরবে সাড়ে ১২ কোটি মানুষ : গবেষণা Post Views: ৮৭ SHARES আন্তর্জাতিক বিষয়: