বড়দিন উপলক্ষে শেরপুরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন-২০২৪ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন সম্পন্ন করতে শেরপুর জেলার বিভিন্ন গীর্জা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন গীর্জা সরজমিনে পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
গীর্জাসমূহ পরিদর্শনকালে খ্রিস্ট ধর্মালম্বীদের সঙ্গে কুশল ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন পুলিশ সুপার।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ছানোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।