শেরপুরে বাসের চাপায় সিএনজির ৫ আরোহী নিহত

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

শেরপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (৩০), অজ্ঞাতনামা ৬০ ও ২৫ বছর বয়সী দুই পুরুষ এবং ৩৫ বছর বয়সী একজন নারী রয়েছেন।