ঝিনাইগাতীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতীতে মজনু মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের ছেলে ও পেশায় একজন মৎস্যজীবী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ ভাইবোনের মধ্যে মজনু মিয়া একাই বাড়িতে বাস করতেন। তার বাবা, মা এবং বড়ভাই কর্মসূত্রে রাজধানী ঢাকার আশুলিয়া থাকেন। আর একই বাড়িতে তার নানা মোফাজ্জল ও দুই মামা বসবাস করেন। গত রাতে বাজার থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে রাত ১০ টার দিকে নিজের ঘরে ঘুমাতে যায় মজনু। শনিবার ওই গ্রামের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের দিন নির্ধারণ থাকায় শুক্রবার সকালে ঢাকা হতে সবাই বাড়িতে আসেন। পরে মজনুর মা ছেলে মজনুর খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের ধরনায় মজনুর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। Related posts:মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদানশেরপুরে পুরোহিতদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনবাংলাদেশের গণতন্ত্র ভুটানের চেয়ে শক্তিশালী: নালিতাবাড়ীতে ভুটানের রাষ্ট্রদূত Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: