নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ মো. ওয়াসিম (৩৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জানুয়ারি রবিবার ভোরে উপজেলার ভারত সীমান্তঘেঁষা আন্ধারুপাড়া খলচান্দা এলাকা থেকে মদসহ ওই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। ওয়াসিম উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে চারটার দিকে নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা আব্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারী পালিয়ে গেলেও ভারত থেকে পাচারকালে বস্তায় ভর্তি কার্টুনে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। Related posts:নকলায় সুদের টাকা না পেয়ে কলেজশিক্ষকের বাড়ি ভাঙচুর ও লুটপাট : আটক ৭নালিতাবাড়ীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থ উৎসব অনুষ্ঠিতপৌর নির্বাচন : নালিতাবাড়ীতে মনোনয়ন দাখিল করলেন আ'লীগের মেয়র প্রার্থী বাক্কার Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: