শেরপুরে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:অবৈধ হর্ন ব্যবহার, শেরপুরে ৫ ট্রাক ও বাস চালককে জরিমানাঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযানে ৪৯৭ বোতল ভারতীয় মদ ও দুটি গরু জব্দশেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত Post Views: ৬৫ SHARES শেরপুর বিষয়: