নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্ত:ইউনিয়ন ও পৌরসভা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। ওইসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির হোসেন, এসএম মাসুমসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, খেলাধুলা হচ্ছে একটি সুস্থ্য বিনোদন এবং মাদকমুক্ত সমাজ গড়ার একটি উত্তম নিয়ামক। তারুণ্য উৎসবের অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে মাদকমুক্ত এবং কালিমামুক্ত সমাজ গঠন করা। প্রথমদিনের প্রি-কোয়র্টার খেলায় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ পাঠাকাটা ইউনিয়ন পরিষদকে ৩-১ গোলে এবং টাইব্রেকারে নকলা ইউনিয়ন পরিষদ গণপদ্দী ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। Related posts:নকলায় নাগরিক সেবা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের সাথে ইউএনও’র মতবিনিময়ঝিনাইগাতীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিতবিডি ক্লিন শেরপুরের উদ্যোগে এবার পরিচ্ছন্ন হলো নবীনগর বাস টার্মিনাল Post Views: ৭১ SHARES শেরপুর বিষয়: