শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের তত্বাবধানে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। ওইসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, লেখক ও শিক্ষক-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।