শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা যুব ভবন হলরুমে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। ওইসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে এক যুব র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। Related posts:ঐতিহাসিক মুজিব নগর দিবসে নকলায় আলোচনা সভাঝিনাইগাতীতে ৭৫০ মিটার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী ধ্বংসঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Post Views: ৬৭ SHARES শেরপুর বিষয়: