নালিতাবাড়ীর সাংবাদিক সোহাগ আর নেই

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক মানবজমিন এবং দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি এবং প্রেসক্লাব নালিতাবাড়ী’র দুইবারের নির্বাচিত সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ আর নেই। তিনি ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নালিতাবাড়ীর গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে কিডনি বিকলসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যান তিনি। পরে বুধবার বাদ যোহর পৌরশহরের শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক সোহাগের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।