নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় কাউসার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দনগর চারআনী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশু কাউসার নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামে নিজ বাড়ির পাশেই কাঁচা রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। ওইসময় মাটি ভর্তি একটি ট্যাফে ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় কাউসার। ঘটনাটি টের পেয়ে ট্রাক্টরটি রেখে চালক ও তার সহযোগী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই মাটিবাহী ট্রাক্টরটি ভাঙচুর করে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।