বাংলাদেশে ৩৪৮ কোটি টাকা সহায়তা বাইডেনের, মুখ খুললেন ট্রাম্প অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য ২৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকা) বরাদ্দ করেছিল। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশন নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে তার বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে বাইডেন প্রশাসন ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে, যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র দুজন কর্মী কাজ করে। তিনি আরও বলেন, ভেবে দেখুন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র দুজন লোক কাজ করে, সেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়েছে! এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। সরকারি ব্যয় সাশ্রয়ে ট্রাম্পের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ইলন মাস্কের পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) সম্প্রতি একাধিক দেশের জন্য বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন সরকারি সংস্থা ইউএসএআইডি কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈদেশিক অনুদান সাধারণত গণতন্ত্র ও সুশাসন উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে। ট্রাম্প আরও বলেন, এই অর্থ যারা পেয়েছে, তারা বোধহয় এখন ধনী হয়ে গেছে। আশা করি, তারা শিগগিরই কোনো বড় বিজনেস ম্যাগাজিনের কভার স্টোরিতে আসবে! উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এর পেছনে মার্কিন ডিপ স্টেটের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠলেও, সম্প্রতি ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ অস্বীকার করেন। এছাড়া ট্রাম্প তার ভাষণে অন্যান্য দেশের জন্য দেওয়া অনুদানের বিষয়েও প্রশ্ন তোলেন। ডোজের তালিকা অনুযায়ী, মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভা, নেপাল ও মালির মতো দেশগুলোতেও মিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ করা হয়েছিল। Related posts:মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যুইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্তদলের কর্মীর সাহসিকতায় যেভাবে প্রাণে বাঁচলেন ইমরান খান (ভিডিও) Post Views: ১০৭ SHARES আন্তর্জাতিক বিষয়: