নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ জনের সাড়ে ৭ লাখ টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। সোমবার বিকেলে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করে। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ১৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। Related posts:নকলায় ডিজিটাল বাংলাদেশ দিবসে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিতশেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা Post Views: ৯১ SHARES শেরপুর বিষয়: