শেরপুরে ভ্রাম্যমাণ বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ শেরপুরে ভ্রাম্যমাণ বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার সকালে শেরপুর ডিসি উদ্যানে অনুষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলায় মুক্ত মঞ্চে এ পুরস্কার বিতরণ করা হয়। বইমেলার সংগঠক মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বইমেলা প্রাঙ্গনে গ্রামের দৃশ্য, নবান্ন উৎসব ও বসন্ত উৎসব নিয়ে তিনটি পৃথক গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আজ মঙ্গলবার পুরস্কার বিতরণ করা হয়। ভ্রাম্যমান বইমেলার আয়োজকরা জানায়, কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় শেরপুরে চার দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। মেলা শেষ দিন শিশুদের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হলো। বইমেলায় বিশ্বের নামি-দাবি লেখক এবং নামি-দামি প্রকাশকের প্রায় ১০ হাজার বইয়ের সমাহার রয়েছে। Related posts:নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যুঝিনাইগাতীতে ছাত্রলীগ নেতা মুশফিক নাইম আকিফের উদ্যোগে ইফতার বিতরণশেরপুরে টানা ৪র্থ রাতের মতো শীতার্তদের মাঝে আদরজান ফাউন্ডেশনের কম্বল বিতরণ Post Views: ৬৫ SHARES শেরপুর বিষয়: