গারো পাহাড়ি সীমান্তে ভারতীয় চোরাই জিরা, চিনি, কসমেটিকসহ আটক ১

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল ভারতীয় চোরাই জিরা, চিনি ও কসমেটিকসসহ নানা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

১২ মার্চ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। আটককৃত মো. ইয়াছিন আনোয়ার (৩২) ঢাকার কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও এলাকার ইব্রাহিম শিকদারের পুত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী জামতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৯৫ কেজি ভারতীয় চোরাই জিরা, ১টি পিকআপ, ১টি মোটর সাইকেলসহ আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করে। এছাড়া তাওয়াকুচা বিওপির বিজিবি সদস্যরা শ্রীবরদীর খাড়ামোরা এলাকা থেকে ৬৫ কেজি ভারতীয় তেঁতুল জব্দ করে।
একইদিন ভোরে ময়মনসিংহের সীমান্তবর্তী বান্দরকাটা বিওপির সদস্যরা শিমুলকুচি এলাকা থেকে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও গাবরাখালী এলাকা থেকে ২৬০ কেজি ভারতীয় চিনি, সূর্যপুর বিওপির সদস্যরা কাজলের মোড় এলাকা থেকে ৩০০ কেজি ভারতীয় জিরা, ঘোষগাঁও বিওপির সদস্যরা আঠারোবাড়ী এলাকা থেকে ৯৫ কেজি ভারতীয় চিনি ও ৪৯২ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৭ লক্ষ ৬৭ হাজার চল্লিশ টাকা। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল রেখেই পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।