শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৩৪০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১২ মার্চ বুধবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভড়ুয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুশলনগর টানাব্রিজ গ্রামের গোল মোহাম্মদের ছেলে মো. খোকন মিয়া ও শেরপুর সদর উপজেলার গনইভড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. চাঁন মিয়া (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়াপাড়া এলাকার জনৈক মৃত আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালায়। ওইসময় আব্দুল লতিফের জামাতা খোকন মিয়াকে আটক করা হলে তার দেখানোমতে আব্দুল লতিফের ঘরে থাকা চাউলের ড্রামের নিচ থেকে ৭টি নীল রংয়ের পলি জিপারে ভর্তি ১ হাজার ৩৪০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা। পরবর্তীতে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আটককৃত খোকনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে মো. চাঁন মিয়ার মাধ্যমে ক্রয়-বিক্রয় করে থাকে। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চাঁন মিয়াকেও আটক করে। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক মো. সালেমুজ্জামান জানান, আটককৃত দুজন পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শেরপুরের বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। Related posts:শেরপুরে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসকনকলায় জাতীয় সমবায় দিবস উদযাপনশ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই যমজ শিশুর Post Views: ১৪১ SHARES শেরপুর বিষয়: