শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

১০ এপ্রিল বৃহস্পতিবার পৌর শহরের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।


এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবায়দুল আলমসহ পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।