গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রবিবার দুপুরে শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন মুসল্লীরা।
এর আগে মাদ্রাসা মাঠে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি শফিউল আলম চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল প্রমুখ।
এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান।