পাকিস্তানি বাহিনীর চিরুনি অভিযানে নিহত ৬, আহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ইন্টেলিজেন্স-ভিত্তিক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও চারজন আহত হওয়ার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। খবর দ্য ডনের। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিজেদের নির্ভুল অভিযানের মাধ্যমে বান্নুতে ছয় খারিজকে নরকে পাঠানো হয়েছে। আহতদের সন্ধান এবং সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকাজুড়ে স্যানিটাইজেশন অব্যাহত রয়েছে। আইএসপিআর আরও স্পষ্ট করে জানায়, পাকিস্তানের মাটি সন্ত্রাসীদের জন্য কখনো নিরাপদ হবে না। আমাদের বাহিনী শেষ সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। দেশজুড়ে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রয়েছে। গত এক বছরে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্যে জানা গেছে, মার্চ ২০২৫-এ সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। এছাড়া, গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস-আক্রান্ত দেশ, যেখানে গত এক বছরে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলছে, দেশের মাটিতে কোনো আতঙ্ক সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। Related posts:থাইল্যান্ডে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩৪বৈঠকের ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়াইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকভর্তি ড্রোন হামলা Post Views: ৪৪ SHARES আন্তর্জাতিক বিষয়: