নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর ভোগাই নদী থেকে রংমিস্ত্রির লাশ উদ্ধার, আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রং মিস্ত্রির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা মহাখালী এলাকার ছামিদুল ইসলামের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দোকানে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয় জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। কোন প্রকার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সোমবার দুপুরে উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে নদী হতে লাশ উঠানো হলে সেটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করে তার পরিবার। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে রাতের আধারে সবজি (শিম) বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরাশেরপুরে গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথনকলা থেকে প্রকাশ হতে যাওয়া উপজেলার প্রথম দৈনিক কলিকাল’র ওয়েবসাইট উন্মোচন Post Views: ৩৬ SHARES শেরপুর বিষয়: