বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নকলার আজিজের লাশ কবর থেকে উত্তোলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শেরপুরের নকলা উপজেলার গার্মেন্টস শ্রমিক আব্দুল আজিজের (২৬) লাশ প্রায় ৮ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আজিজের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজিজ স্থানীয় মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। লাশ উত্তোলনের সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ঢাকার উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, আজিজের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামের মৃত মোজাম্মেলের মেজো ছেলে আব্দুল আজিজ জীবিকার তাগিদে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত। গত বছরের ৫ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় গুলিবিদ্ধ হন আজিজ। পরে সহকর্মী নাজিমের সহযোগিতায় তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট আজিজ মারা যান। পরদিন তাকে নকলায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে আজিজের মা বাদী হয়ে ঢাকার উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। Related posts:শেরপুরে বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সাংবাদিকদের সাথে মতবিনিময়ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে বনরুইসহ আটক ১শেরপুরের নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ Post Views: ৪৯ SHARES শেরপুর বিষয়: