সিভিল সার্জনরা চাইলেই চিকিৎসাসেবার মান উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১২, ২০২৫ সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানের ২৫ শতাংশ উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি । এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জনবল ও যন্ত্রপাতিসহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে থাকলে চলবে না, যা রয়েছে তা দিয়েই চিকিৎসাসেবা প্রদান করে যেতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে। স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। তিনি বলেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে-অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানের ২৫ শতাংশ উন্নতি সম্ভব। স্বাস্থ্যখাতে যে নিয়ম-কানুন রয়েছে তা প্রতিপালন করলেই এ উন্নতি সম্ভব। সিভিল সার্জন সম্মেলন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এতদিন কেন সিভিল সার্জন সম্মেলন হয়নি তা বোধগম্য নয়। এ সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি দেখা-সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, অনেক সমস্যা সম্পর্কে অবহিত ও নিষ্পত্তি হবে। তারা আশা দেশে প্রথমবারের মতো হওয়া সিভিল সার্জন সম্মেলন আয়োজনের সুফল পাওয়া যাবে। প্রসঙ্গত, প্রতি বছর দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে জেলার নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। এবার সেই অনুকরণে প্রথমবারের মতো ৬৪ জেলার সিভিল সার্জনদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। Related posts:আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান দিলেন : ডিএমপি কমিশনারদেশে ১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার করোনা টিকা মজুত রয়েছে: প্রধানমন্ত্রীপ্রতি কেজি খোলা চিনি ৭৪ ও প্যাকেট ৭৫ টাকা নির্ধারণ Post Views: ২৪ SHARES জাতীয় বিষয়: