বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদ থেকে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
মঞ্জুর কবীর ভুঁইয়া ২০২৪ সালের আগস্টে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছিলেন। বিমান বাহিনীর এই কর্মকর্তাকে আজ নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।