শেরপুরে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল দুজনের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০ স্টাফ রিপোর্টার : শেরপুরে মাইক্রোবাস চাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার তারাকান্দী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাকান্দীর শিমুলতলী এলাকার মৃত গফুর শেখের ছেলে জাফর শেখ ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম। নিহতের স্বজনরা জানান, খুকি বেগম সকালে তারাকান্দি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এ সময় বাজার থেকে ইলেকট্রিক মিস্ত্রি জাফর শেখ ওই রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে এ ঘটনা দেখে মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করে। মাইক্রোবাসটি তাকেও চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে। Related posts:শেরপুরে ট্রলিচাপায় নারী নিহতনালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে যুবক নিহতনালিতাবাড়ীতে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি Post Views: ২৪৯ SHARES শেরপুর বিষয়: