করোনাভাইরাস: ভেনিস উৎসব বন্ধ

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ইতালিতে ভেনিস উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের দু’দিন আগেই রোববার (২৩ ফেব্রুয়ারি) উৎসব বন্ধের ঘোষণা দেয় দেশটি এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

ইউরোপের মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই এর প্রাদুর্ভাব রুখতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে করোনায় ইতালিতে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।