বলির শিকার ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে মাটি খুঁড়ে ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, ওই শিশুদের বলি দেয়ার পর মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। রাজধানী লিমার উত্তরাঞ্চলীয় হুয়ানশাকো বিচ থেকে ওই কঙ্কালগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের প্রাক-কলম্বিয়ান চিমু সংস্কৃতিতে বলি দেওয়া হয়েছিল বলে মনে করছেন নৃতত্ত্ববিদরা। গত বছর থেকেই হুয়ানশাকোতে বিশাল এলাকায় বলি দেয়া দেহাবশেষের খোঁজে মাটি খননের কাজ শুরু হয়। প্রধান নৃতত্ত্ববিদ ফেরেন ক্যাস্টিলো এএফপিকে বলেন, এখনও পর্যন্ত নরকঙ্কাল উদ্ধার হওয়ার এটাই সবচেয়ে বড় স্থান। উদ্ধার হওয়া শিশুদের বয়স চার থেকে ১৪ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। চিমু সংস্কৃতির প্রথা অনুযায়ী, ঈশ্বরের উদ্দেশে ওই শিশুদের বলি দেয়া হয়েছে। এল নিনোর হাত থেকে বাঁচতে বর্ষাকালে শিশু বলি দেওয়ার এই প্রথা পালন করত সেখানকার মানুষ। সমুদ্রের দিকে মুখ করে ওই শিশুদের বলি দেওয়া হয়েছিল। কিছু কিছু শিশুর কঙ্কালে এখনও চামড়া ও চুল লেগে আছে। সেখানে আরও দেহাবশেষ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুয়ানশাকোতে ১২শ থেকে ১৪শ শিশুকে বলি দেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের এপ্রিল মাসে হুয়ানশাকোতের কাছে পম্পা লা ক্রুজ এলাকা থেকে ১৪০ শিশুর কঙ্কাল ও ২শ ভেড়ার কঙ্কাল উদ্ধার করা হয়। এছাড়া গত জুনে উদ্ধার করা হয় আরও ৫৬টি কঙ্কাল। Related posts:৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পেরসৌদির তেল স্থাপনায় হামলা, ইরানকে দায়ী করলো যুক্তরাষ্ট্রকরোনাভাইরাস ইস্যুতে প্রথমবারের মতো বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ Post Views: ২৫০ SHARES আন্তর্জাতিক বিষয়: