‘হিন্দু, মুসলমান ও পুলিশ মরল, লাভ হলো কার?’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : দিল্লি সংঘর্ষ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এই পরিস্থিতির জন্য বহিরাগতরাই সংঘর্ষে দায়ী। দিল্লির মানুষ হিংসা চায় না। এই পরিস্থিতি দিল্লির ‘আম আদমি’ সৃষ্টি করেনি। বুধবার দিল্লির সার্বিক পরিস্থিতি কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন। তিনি বলেন, সাধারণ মানুষ হিংসা চায় না। হিংসায় সকলেরই ক্ষতি। কয়েকজন দুষ্কৃতকারী হিংসা ছড়াচ্ছে। হেড কনস্টেবল রতনলালের বলিদান ব্যর্থ হবে না। হিংসায় সকলেরই ক্ষতি। দিল্লিবাসী হিন্দু-মুসলমানরা হিংসায় দুই ধর্মের মানুষেরই মৃত্যু। মানুষের মৃত্যুতে আধুনিক দিল্লি হবে না। হিংসার রাজনীতি বরদাস্ত নয়।আর এতে কাল লাভ হলো বলেও প্রশ্ন রাখেন তিনি। দিল্লি সংঘর্ষে নিহত হেড কনস্টেবল রতনলালের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে কারফিউ জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি উঠেছে। Related posts:আফগানিস্তানে আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাইউক্রেনে হামলা করলে মস্কোকে বিচ্ছিন্ন করা হবে, হুঁশিয়ারি বাইডেনেরকোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Post Views: ১৮১ SHARES আন্তর্জাতিক বিষয়: