শ্রীবরদীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলাকে নারী ও শিশু নির্যাতন মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে সমাবেশ করেছে শ্রীবরদী থানা কর্তৃপক্ষ। শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশ শনিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে পৌর শহরের শ্রীবরদী এ.পি.পাইলট ইনষ্টিটিউশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত বন্দে আলী মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রউফ রতন, সহকারী প্রধান শিক্ষিকা রুবিনা বেগম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনের ক্ষমতাসিন আ’লীগের মেয়র পদের মনোনয়ন প্রত্যাশী হাবিবুল্লাহ হাবি, পৌর কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা সেলিম মিয়া, জাতীয় পার্টির নেত্রী ও নারী পৌর কাউন্সিলর দেলোয়ারা বেগম, কাউন্সিলর মহির উদ্দিন, জাহাঙ্গীর আলম, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, শ্রীবরদী থানার এ.এস.আই রবিউল ইসলাম ও জামিল আহম্মেদ সহ তিন শতাধিক গণ্য মান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সমাবেশে উপস্থিত ছিলেন।