করোনাভাইরাস ইস্যুতে প্রথমবারের মতো বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ অনলাইন ডেস্ক : চীনের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে ৮২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি। তবে সুস্থ হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এদিকে, করোনা ইস্যুতে প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ আগামী বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রয়েছে ১৫টি। এর মধ্যে পাঁচটি দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন স্থায়ী সদস্য আর অন্য দশটি অস্থায়ী সদস্য। উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে বৈঠক করা সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী দশ দেশের মধ্যে নয়টি দেশ আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার জন্য পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। Related posts:পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ল বাস, নিহত অন্তত ২১সীমান্তে দু’দফায় গোলাগুলিতে পাকিস্তানের চার সেনা নিহত Post Views: ১৮২ SHARES আন্তর্জাতিক বিষয়: