শেরপুরে লকডাউন চলাকালীন সময়ে দোকানপাট চালুর বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১০, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে জেলা প্রশাসন ষোষিত লকডাউন চলাকালীন সময়ে দোকানপাট-মার্কেট খোলা রাখার বিষয়ে ও একমুখী রাস্তা চালুকরণ সংক্রান্তে জেলা পুলিশের আয়োজনে ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রবিবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের নবনির্মিত দরবার হলে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার পরামর্শ দেন ব্যবসায়ীদের। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, পাদুকা ব্যবসায়ী ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা চাউলকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক সাবিহা জামান শাপলা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, মানিক দত্ত, সোহেল রানা, ইউসুফ আলী রবিন, কসমেটিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নন্দ সাহা, জেলা গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধারনালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ৩গজনী অবকাশে ঘুরে গেলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী Post Views: ৩৩৮ SHARES শেরপুর বিষয়: