শেরপুর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সাবেক এমপি শ্যামলীর আরও ইফতারী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া শেরপুর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ইফতারী পৌঁছে দেওয়া অব্যাহত রয়েছে। প্রতিদিন ৫শ করে প্যাকেট বিতরণের ধারাবাহিকতায় ১৫ মে শুক্রবার বিকেলে দু’টি পিকআপ ভ্যানের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় ওই ইফতারী বিতরণ করা হয়েছে। ওই ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত সচেতন মহলসহ অনেকেই। ইফতারী বিতরণ কালে আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শ্যামলী নিউজ ২৪ডটকমকে জানান, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে ১ম ধাপে আমার ব্যক্তিগত তরফ থেকে শেরপুর পৌর শহরসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক, সাবানসহ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২য় ধাপে পবিত্র মাহে রমজানে প্রতিদিন ৫০০ প্যাকেট করে ইফতারী বিতরণ চলছে। যা শেষ রমজান পর্যন্ত অবশিষ্ট এলাকায় পর্যায়ক্রমে ইফতারী পৌঁছে দেওয়া হবে। ৩য় ধাপে শেরপুর প্রেসক্লাব সদস্য, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুরের সদস্যদের মাঝে পিপিই (পারসনাল প্রটেকটিভ ইকুয়েবমেন্ট) বিতরণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে ইমাম মোয়াজ্জিন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিতরণ করা হবে। ওইসময় তিনি আরও বলেন, আমি সামর্থ্য অনুযায়ী সদর পৌরসভা ও উপজেলার কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। Related posts:শেরপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিতঝিনাইগাতীতে ইউএনও রুবেল মাহমুদের পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনামাদক বেচার প্রতিবাদ করায় শেরপুর পৌরসভার নারী প্যানেল মেয়রকে পেটানোর অভিযোগ, আটক ১ Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: